ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি সবসময়ই চেয়েছেন তাঁর দুই সন্তানকে আলোচনার বাইরে রেখে স্বাভাবিকভাবে বড় করতে। তাই তিনি আগেই সবাইকে সতর্ক করেছিলেন, যেন তাঁর সন্তানদের নিয়ে কেউ ভিউ বা কনটেন্ট বানানোর বাণিজ্যে না জড়ায়।
তবে বছরে একবার—সন্তানদের জন্মদিনে—তিনি আয়োজন করেন জমকালো অনুষ্ঠান। গত ১০ আগস্ট ছেলে পূণ্যর তৃতীয় জন্মদিনও উদযাপন করেছিলেন ঘনিষ্ঠজনদের নিয়ে। অনুষ্ঠানটি ছিল একান্ত পারিবারিক, যেখানে বাইরের কারও নজর দেওয়ার কথা নয়।
কিন্তু ছয় দিন পর পরীমণি দেখতে পান, ব্যক্তিগত ওই আয়োজনের ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, অতিথিদের মধ্যেই কেউ কেউ অনুষ্ঠানকে ব্যবসায়িক ভ্লগ বানিয়ে প্রকাশ করেছেন। বিষয়টি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।
শনিবার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি লেখেন—
“আমার সুখের মুহূর্তে যাদের পাশে চেয়েছি, তারাই প্রমাণ করছে তারা আমার জীবনে বোঝা ছাড়া আর কিছু না। ১০ আগস্ট থেকে ব্যক্তিগত কারণে আমি ফেসবুকে সক্রিয় নই। আজ ঢুকে দেখি কিছু লোক আমার একান্ত পারিবারিক অনুষ্ঠান থেকে বানানো ভিডিও দিয়ে ভিউ-ব্যবসা করছে! অথচ আমি এখনো নিজে কোনো ছবি পোস্ট করিনি। পরিবারের সত্যিকারের কাছের মানুষরা কেউ এমনটা করেনি।”
তিনি আরও লিখেছেন—
“যারা অন্যের জীবনের মূল্যবান সময়কে পাবলিক করে কনটেন্ট বানায়, তারা আমার তিরস্কার প্রাপ্য। তোমরা সামান্য কিছু ডলারের জন্য যা করছো, সেটা ভিখারির মতো আচরণ ছাড়া কিছু নয়। এমন মানুষ সামনে পড়লে আমি আর সহ্য করব না—সরাসরি জবাব দেব। আমার সন্তানরা কোনো ব্যবসায়িক উপাদান নয়, আগে বলেছিলাম না?”
এর কিছুক্ষণ পর আরেকটি স্ট্যাটাসে পরীমণি জানান, তাঁর ছেলে জ্বরে ভুগছে। একইসঙ্গে তিনি তীব্র ক্ষোভে লেখেন—
“একজন মায়ের সন্তানের অসুস্থতার কষ্ট শুধু সেই মা-ই বোঝে। এর মধ্যে যারা আমার মাথা গরম করছে, কাউকেই ছাড়ব না। মনে রেখো, ভাইরাল হতে হলে আমার হাতে তোমাদের জুতার বাড়ি দিয়ে ভাইরাল করব!”