ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও একজন আহত হয়েছেন। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, রবিবার এ সংঘর্ষে পুলিশের পাল্টা জবাবে হামলাকারীরাও আহত হয় এবং পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। একই তথ্য নিশ্চিত করেছে আইএসএনএ সংবাদ সংস্থাও।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সীমান্তবর্তী এই অস্থিতিশীল অঞ্চলে প্রায়ই সহিংসতা ঘটে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বেলুচ বিদ্রোহী, চরমপন্থি গোষ্ঠী ও মাদক চোরাকারবারিদের সংঘর্ষ এখানে নিয়মিত ঘটনা। সিস্তান-বেলুচিস্তানে মূলত জাতিগত বেলুচ জনগোষ্ঠীর বসবাস, যারা অধিকাংশই সুন্নি মুসলিম। তারা ইরানের শিয়া সংখ্যাগরিষ্ঠ থেকে আলাদা পরিচয়ে নিজেদের দাবি তোলে।
ফার্স নিউজের খবরে উল্লেখ করা হয়, সম্প্রতি জৈশ আল-আদল নামের একটি সুন্নি চরমপন্থি গোষ্ঠী এই অঞ্চলে একাধিক হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি ইরান, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত ঘেঁষা এলাকা থেকে সক্রিয়ভাবে পরিচালিত হয়। ইরানের ভেতরেও তাদের কার্যক্রম চালু রয়েছে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, সর্বশেষ রবিবারের এই হামলায় নিহত হন এক পুলিশ কর্মকর্তা। এর আগে গত ২৬ জুলাই একই প্রদেশের একটি আদালত ভবনে হামলায় ছয়জন নিহত হয়েছিলেন। ওই হামলার দায়ও স্বীকার করে জৈশ আল-আদল।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে এই গোষ্ঠীর হামলা বেড়ে যাওয়ায় সিস্তান-বেলুচিস্তান প্রদেশ ইরানের সবচেয়ে অস্থির এলাকায় পরিণত হয়েছে। এর ফলে সীমান্তবর্তী পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গেও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার তাগিদ দেখা দিয়েছে।