Saturday, August 16, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকপুতিন-ট্রাম্প বৈঠকে অচলাবস্থা, ইউক্রেন যুদ্ধের শান্তি এখনও অনিশ্চিত"

পুতিন-ট্রাম্প বৈঠকে অচলাবস্থা, ইউক্রেন যুদ্ধের শান্তি এখনও অনিশ্চিত”


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রায় তিন ঘণ্টার বৈঠকেও ইউক্রেন যুদ্ধ থামানোর কোনো সমঝোতা হয়নি। শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার আঙ্করেজে অবস্থিত এক সামরিক ঘাঁটিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ট্রাম্প বৈঠককে ‘ফলপ্রসূ’ আখ্যা দিলেও স্বীকার করেছেন, “কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো আমরা একমত হতে পারিনি, তবে কিছু অগ্রগতি হয়েছে।” অন্যদিকে পুতিন এটিকে ‘শান্তির সূচনা’ বলে উল্লেখ করে বলেন, স্থায়ী সমাধান চাইলে যুদ্ধের ‘মূল কারণগুলো’ দূর করতে হবে।

তবে কোন কোন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, তা দুই নেতা প্রকাশ করেননি এবং বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নও নেননি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আগ্রাসনের পর এটিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের প্রথম বৈঠক। তাই কূটনৈতিক দিক থেকে এটি পুতিনের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্প জানিয়েছেন, তিনি শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো নেতাদের সঙ্গে আলোচনার অগ্রগতির বিষয়ে কথা বলবেন। তবে যুদ্ধবিরতি বা শান্তি প্রতিষ্ঠা নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

জেলেনস্কি আগেই ঘোষণা দিয়েছেন, তিনি রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড ছাড় দেবেন না। বৈঠকের দিনও ইউক্রেনে রুশ হামলায় নতুন প্রাণহানি ঘটে।

ফলে এই বৈঠক থেকে শান্তি বা যুদ্ধবিরতির ঘোষণা না আসায় ইউক্রেন সংকট এখনো অমীমাংসিত অবস্থায় রয়ে গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments