আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুর রহমান জানিয়েছেন, জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগামী অক্টোবরের মধ্যে শেষ হতে পারে। রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এর আগে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এদিন ষষ্ঠ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির হয়ে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আব্দুস সামাদ, যিনি পেশায় সবজি বিক্রেতা। এরপর সপ্তম সাক্ষী হিসেবে মিজান নামে একজন এবং অষ্টম সাক্ষী হিসেবে খুলনার শিক্ষার্থী নাঈম শিকদার আদালতে জবানবন্দি দেন।
এছাড়া, মামলার আসামিদের মধ্যে থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।