শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইকে কেন্দ্র করে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পাওয়ার অভিযোগকে গুরুত্ব দিয়ে গোয়েন্দা তদারকি শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৭ আগস্ট) সংস্থার মহাপরিচালক (জনসংযোগ) মো. আক্তার হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় আলোচিত বইটি ২০১২ সালে প্রকাশিত হয়। তবে সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, এই আত্মজীবনীটি মূলত লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে থাকা ১২৩ সদস্যের একটি দল। বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পেয়েছেন।
দুদকের মহাপরিচালক জানিয়েছেন, “এই ঘটনার তদন্তে গোয়েন্দা কার্যক্রম শুরু করা হয়েছে।”
বইটিতে প্রধানত ১৯৫৪ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের প্রথম পর্বের ঘটনাবলি স্থান পেয়েছে। ১৯৬৬-৬৯ সালের কারাগারে থাকার সময় তিনি আত্মজীবনী লিখতে শুরু করেন। প্রকাশনার সঙ্গে বাংলাদেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক এবং সাংবাদিকদের একটি দলও যুক্ত ছিলেন।