ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিকাদারির পাওনা টাকা দাবি করতে এসে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিব হোসেনকে আটক করেছে প্রক্টরিয়াল টিম। রোববার (১৭ আগস্ট) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের একটি কক্ষে তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাকিব ২০০৯-১০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং ছাত্রলীগের জয়-লেখক কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের আগে রাকিব বিভিন্ন ঠিকাদারি কাজে যুক্ত ছিলেন। সেই সময়ের ‘জামানতের টাকা’ ফেরত নিতে তিনি রোববার রেজিস্ট্রার ভবনে উপস্থিত হন। শিক্ষার্থীরা তাকে চিনে প্রক্টরিয়াল টিমকে জানালে তিনি টয়লেটে লুকানোর চেষ্টা করেন, কিন্তু পরে সেখান থেকেই তাকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, হাইকোর্ট মোড়ে ছাত্রদলের ওপর হামলার ঘটনায় রাকিবের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আজ ক্যাম্পাসে প্রবেশ করলে শিক্ষার্থীদের সহায়তায় তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।