Sunday, August 17, 2025
spot_imgspot_img
Homeজাতীয়মুজিবকে নিয়ে পোস্টের বিনিময়ে অর্থপ্রদানের দাবি ভুয়া : শাওনের নামে প্রচারিত ব্যাংক...

মুজিবকে নিয়ে পোস্টের বিনিময়ে অর্থপ্রদানের দাবি ভুয়া : শাওনের নামে প্রচারিত ব্যাংক স্টেটমেন্ট জাল প্রমাণিত

অভিনেত্রী মেহের আফরোজ শাওনের নামে একটি কথিত ব্যাংক অ্যাকাউন্ট থেকে নয়জনকে টাকা দেওয়ার দাবি করে স্টেটমেন্ট সদৃশ একটি কাগজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, ১৫ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার বিনিময়ে এসব অর্থ প্রদান করা হয়েছে। কিন্তু রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ব্যাংক স্টেটমেন্টটি সম্পূর্ণ ভুয়া। শনিবার (১৬ আগস্ট) প্রতিষ্ঠানটি তাদের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।

তাদের অনুসন্ধানে উঠে আসে, উল্লিখিত ১৩ সংখ্যার (1223767545676) অ্যাকাউন্ট নম্বরটির কোনো অস্তিত্বই নেই। ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের সঙ্গে যাচাই করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া তথাকথিত স্টেটমেন্টে অর্থপ্রাপকের (বেনিফিশিয়ারি) নাম ও একাধিক নাম উল্লেখ করা হয়েছে, যা প্রকৃত ব্যাংক স্টেটমেন্টে থাকে না। প্রচলিত ব্যাংক স্টেটমেন্টে অ্যাকাউন্টধারী বা বেনিফিশিয়ারির নাম প্রদর্শন করা হয় না।

আরও দেখা গেছে, অনলাইনে সহজলভ্য টেমপ্লেট ব্যবহার করে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট বানানোর নজির রয়েছে। প্রচারিত কপিটিও সেরকম একটি টেমপ্লেট ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সবশেষে, রিউমার স্ক্যানার নিশ্চিত করেছে যে, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দেওয়ার বিনিময়ে শাওন সেলিব্রেটিদের টাকা দিয়েছেন—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রচারিত ব্যাংক স্টেটমেন্টটি জাল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments