Sunday, August 17, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিরায়পুরায় বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা নাসির উদ্দীন গ্রেফতার

রায়পুরায় বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা নাসির উদ্দীন গ্রেফতার

নরসিংদীর রায়পুরায় বিএনপির ইউনিয়ন কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার মামলায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নাসির উদ্দীনকে র‌্যাব-১১ গ্রেফতার করেছে। রোববার দুপুরে শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ডের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। নাসির উদ্দীন চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

র‌্যাব-১১ এর উপপরিদর্শক রবিউল আলম জানান, বিএনপির অফিসে হামলার মামলা সংক্রান্ত রায়পুরা থানার ওয়ারেন্টে তাকে চৈতন্যা বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি রাতে চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এই সময় টেলিভিশন, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং দেয়ালে লাল কালিতে ‘জয় বাংলা’ ও ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দানেস মিয়া রায়পুরা থানায় অভিযোগ দাখিল করেন।

রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ জানান, ফেব্রুয়ারিতে দায়েরকৃত মামলায় র‌্যাব ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীনকে গ্রেফতার করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments