Sunday, August 17, 2025
spot_imgspot_img
Homeবিনোদনশ্বাসকষ্ট ও জ্বরে হাসপাতালে ভর্তি পরীমনি, চিকিৎসকরা দিয়েছেন অতিরিক্ত যত্নের পরামর্শ

শ্বাসকষ্ট ও জ্বরে হাসপাতালে ভর্তি পরীমনি, চিকিৎসকরা দিয়েছেন অতিরিক্ত যত্নের পরামর্শ

১০ আগস্ট ঢাকার একটি পাঁচতারকা হোটেলে কাছের মানুষদের সঙ্গে ছেলের জন্মদিন পালন করেন চিত্রনায়িকা পরীমনি। এ সময়ের কিছু স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তিনি বেশ চটেছিলেন এবং ফেসবুকে কড়া স্ট্যাটাসও দিয়েছিলেন।

রোববার (১৭ আগস্ট) জানা যায়, পরীমনি সন্তানসহ হাসপাতালে ভর্তি আছেন। শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসক দুজনকে হাসপাতালের ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন।

পরীমনি শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হন, আর তার ছেলের জ্বর রয়েছে। ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, পরীমনিকে তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য নিয়মিত নেবুলাইজ করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে শ্বাসকষ্ট থেকে তিনি আপাতত মুক্ত, তবে প্রচণ্ড জ্বর ও শরীরের ব্যথা রয়েছে। চিকিৎসকেরা ওষুধ দিয়েছেন এবং আরও কয়েক দিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন।

এদিকে পরীমনি নিজেও ফেসবুকে হাসপাতালের অবস্থা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!” পোস্টের শেষে পরীমনি আরও উল্লেখ করেছেন, বিস্তারিত পরে জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments