ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। রবিবার (১৭ আগস্ট) ভোরে সংঘটিত এ ঘটনায় অন্তত ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনবিপি)। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সংস্থার বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর ফলে পসো অঞ্চলসহ আশপাশের এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পটি ‘শ্যালো কোয়েক’ হওয়ায় এর প্রভাব ছিল তুলনামূলকভাবে বেশি। যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো স্পষ্ট নয়, তবুও জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় অঞ্চল বা ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। প্রায় সাড়ে ২৭ কোটি জনসংখ্যার এ দ্বীপদেশটি নিয়মিতভাবে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে থাকে। এর আগে দেশটিতে একাধিক শক্তিশালী ভূমিকম্প ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কারণ হয়েছিল।
সরকারি সংস্থা বিএনবিপি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। ভূমিকম্প-পরবর্তী কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।