Sunday, August 17, 2025
spot_imgspot_img
Homeবিনোদন‘প্রেমিক চাইলে বিয়ের বন্ধনে আবদ্ধ হব’ — সামিরা খান মাহি

‘প্রেমিক চাইলে বিয়ের বন্ধনে আবদ্ধ হব’ — সামিরা খান মাহি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি মডেলিং দিয়ে বিনোদন জগতে পথচলা শুরু করেন। পরে নাটক ও বিজ্ঞাপনেও কাজ করে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন। ব্যক্তিজীবন নিয়ে বরাবরের মতোই খোলামেলা তিনি। দীর্ঘদিন ধরে সাদাত শাফি নাবিল নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন মাহি, যাকে ইতিমধ্যে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।

সাধারণত অনেক অভিনেত্রী প্রেমের সম্পর্ক আড়াল করে রাখেন, তবে মাহি তার ব্যতিক্রম। তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করেন এবং ভালোবাসার অনুভূতি খোলামেলা প্রকাশ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মাহি বলেন,
“আমার ব্যক্তিগত জীবনের সব কিছু জানানো দরকার বলে মনে করি না। তবে আমার জীবনে একজন বিশেষ মানুষ আছে— এটা জানাতে দ্বিধা করি না। আমি যতটুকু জানাতে চাই, ততটুকুই জানাই। এতে করে অন্যরা ভুলভাবে ভাবার সুযোগ পায় না। যারা সুযোগ নেওয়ার চেষ্টা করে, তারা জানুক— আমার জীবনে একজন আছে। সম্পর্ক খোলাখুলি প্রকাশ করার এটাও একটি কারণ।”

বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে মাহি জানান, তার প্রেমিক সিদ্ধান্ত নিলেই বিয়ে করবেন। তিনি বলেন,
“আমরা বিয়ের পরিকল্পনা করেছি। আশা করছি, আগামী তিন বছরের মধ্যে বিয়ে করব। কারণ, সে নতুন একটি ব্যবসা শুরু করেছে, তাই কিছুটা সময় নিচ্ছে। আসলে সবাই চায়, তার প্রিয় মানুষ ভালো থাকুক।”

মাহি আরও বলেন,
“আমাদের সমাজে এখনো ছেলেদের ওপর দায়িত্ব বেশি দেওয়া হয়। যদিও আমি বলেছি আমি স্বাবলম্বী, আমার দায়িত্ব নেওয়ার দরকার নেই। কিন্তু সমাজের প্রচলিত ধারণা অনুযায়ী, ও (প্রেমিক) মনে করে— দায়িত্বটা নেওয়া উচিত। সেটাই ও করছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments