মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের নির্ধারিত ভারত সফর বাতিল করা হয়েছে। আগামী ২৫ থেকে ২৯ আগস্ট তাদের দিল্লি যাওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। এর ফলে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি আলোচনায় বিলম্ব ঘটবে। একই সঙ্গে ২৭ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত মার্কিন শুল্ক থেকে ছাড় পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে পড়ছে। খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, আলোচনার সময়সূচি অন্য কোনো তারিখে সরিয়ে নেওয়ার সম্ভাবনা থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, বাণিজ্য ও শুল্ক বিষয়ক আলোচনার বিষয়ে তাদের কাছে অতিরিক্ত তথ্য নেই। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার কথা ছিল। বিশেষ করে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির কারণে ট্রাম্প প্রশাসন দেশটির পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। এর আগে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। সব মিলিয়ে ভারতীয় পণ্যের ওপর এখন ৫০ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে, যা দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।
আগামী ২৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে ভারতীয় আমদানি পণ্যের ওপর বাড়তি কর কার্যকর হতে যাচ্ছে। পাঁচ দফা আলোচনার পরও ভারতের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের বিষয়ে মতপার্থক্যের কারণে আলোচনায় অগ্রগতি হয়নি। মার্কিন দলের এ সফরে ষষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল।
অতিরিক্ত শুল্ক ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বদেশী পণ্যের প্রতি গুরুত্বারোপ করেন এবং স্বাধীনতা দিবসের ভাষণে কৃষক ও জেলেদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।