শুল্ক ইস্যুতে ক্রমবর্ধমান টানাপোড়েনের মধ্যে ভারত সফর বাতিল করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দল। চলতি মাসের ২৫ থেকে ২৯ আগস্ট নয়াদিল্লি সফরের কথা থাকলেও আপাতত এই সফর স্থগিত করা হয়েছে। শনিবার রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে ষষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল এ সফরে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এর আগে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি। ফলে এ বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল।
সূত্র জানায়, সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই একটি বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে কাজ চলছিল। তবে নতুন শুল্ক আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও আলোচনার প্রক্রিয়া আপাতত স্থগিত হয়ে গেল।
মূল সমস্যার জায়গা ভারতীয় কৃষি ও দুগ্ধ খাত। যুক্তরাষ্ট্র এসব খাতে প্রবেশাধিকার চাইছে, কিন্তু ভারত আশঙ্কা করছে এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবিকা হুমকিতে পড়বে। একইসঙ্গে দুধ আমদানির ক্ষেত্রে ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার কথাও বিবেচনা করছে ভারত।
এ পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসের ভাষণে ‘স্বদেশি’ পণ্যের প্রতি জোর দেন এবং কৃষক-জেলেদের প্রতি সমর্থনের বার্তা দেন।
এদিকে সম্প্রতি আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হলেও শুল্ক ইস্যুতে তেমন কোনো অগ্রগতি হয়নি। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনায় সমাধান না এলে ভারতের ওপর আরও শুল্ক আরোপ করা হতে পারে।
👉 ফলস্বরূপ, দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি এখন অনিশ্চয়তার মুখে।