পিরোজপুরের ইন্দুরকানীতে প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করার অভিযোগে স্থানীয়দের গণপিটুনির শিকার হয়েছেন আওয়ামী লীগ নেতা মো. এহসান হিরণ (৪০)। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার ঘোষেরহাট বাজারে এ ঘটনা ঘটে। রবিবার (১৭ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাওলানা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দেয়। তখন বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিরণ এলাকায় প্রকাশ্যে আনন্দ মিছিল বের করেন এবং মিষ্টি বিতরণ করেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে ঘোষেরহাট বাজারে তাকে দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে মিষ্টি খাওয়ায়, পরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
ইন্দুরকানী উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেন বলেন, সাঈদীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলায়’ ফাঁসির রায় ঘোষণার পর হিরণ প্রকাশ্যে উল্লাস করেছিল। এ কারণে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। আমরা তার বিচার চাই।
এ বিষয়ে ওসি মারুফ হোসেন জানান, স্থানীয়রা হিরণকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নেয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।