Monday, August 18, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরঢাকায় গ্রেপ্তার ঝিনাইদহের সাবেক এমপি শফিকুল ইসলাম অপু

ঢাকায় গ্রেপ্তার ঝিনাইদহের সাবেক এমপি শফিকুল ইসলাম অপু

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

ঝিনাইদহ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে হামলাসহ অন্তত তিনটি মামলা রয়েছে। এছাড়া গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলারও আসামি তিনি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহে নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

শফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন। ২০২৪ সালের ২৪ মার্চ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যু হলে কেন্দ্রীয় সিদ্ধান্তে শূন্য পদে অপুকে সভাপতি করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকার একটি বাসা থেকে শফিকুল ইসলাম অপুর গ্রেপ্তারের পর তাকে ঝিনাইদহে আনা হচ্ছে। সোমবার সকালে তাকে আদালতে উপস্থাপন করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments