ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা থামছেই না। প্রতিদিন নতুন করে বাড়ছে নিহত ও আহতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া একই সময়ে অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন আরও ৭ জন, যাদের মধ্যে ২ শিশু রয়েছে।
এতে করে চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজারে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জন। মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে, কিন্তু উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।
শুধু মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন ১৪ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১৩২ জন। মে মাস থেকে এ পর্যন্ত সাহায্য সংগ্রহের সময় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৮ জনে এবং আহত হয়েছেন ১৪ হাজারের বেশি।
২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অপুষ্টি ও অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৮ জনে, যাদের মধ্যে ১১০ শিশু। মন্ত্রণালয়ের দাবি, চলতি বছরের ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত বন্ধ করে দেওয়ার পর ২৪ লাখ মানুষের জন্য ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে।
আন্তর্জাতিক পর্যায়ে এ হামলা নিয়ে তদন্ত চলছে। ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।
গাজার প্রতিদিনের এই ভয়াবহ বাস্তবতা বিশ্ব বিবেককে আবারও নাড়া দিচ্ছে।