নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে জামায়াতে ইসলামীর দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। জামায়াতের নেতারা স্থানীয় যুবদলকে দায়ী করলেও, যুবদল দাবি করেছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং এটি সম্ভবত ‘কিশোর গ্যাং’-এর কাজ।
রোববার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাছরা গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন মো. সজীব (২০) ও মো. তুষার (২১)। তাদের রাত ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট গোপালপুর ইউনিয়নের আলী হায়দার উচ্চবিদ্যালয়ের মাঠে স্থানীয় বিএনপির কর্মীরা একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন। খেলা দেখা নিয়ে স্থানীয় যুবদল ও জামায়াতের কিছু নেতাকর্মীর মধ্যে তর্ক হয়। পরে একটি সমঝোতা বৈঠকে হামলা চালিয়ে দুই জামায়াত কর্মী গুলিবিদ্ধ হন।
জামায়াতের সহসভাপতি আলাউদ্দিন মামুন বলেন, রাসেল নামে জামায়াতের এক কর্মী ও মানিক নামে বিএনপি কর্মীর মধ্যে কথাকাটাকাটি ঘটেছিল। ওইদিন সমঝোতা বৈঠকে যুবদল কর্মী হাবিব ও মহসিনের নেতৃত্বে ৩০-৪০ জনের দল হামলা চালায়।
জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম বলেন, যুবদলের কোনো নেতাকর্মী ঘটনার সঙ্গে জড়িত নন এবং এটি কিশোর গ্যাংয়ের কাজ হতে পারে।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানান, ফুটবল খেলা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাতে ডাকা সমঝোতা বৈঠকে একটি পক্ষ হামলা চালায়, যার ফলে দুজন গুলিবিদ্ধ হন। অভিযুক্তদের ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।