ভেজা মাঠের কারণে দেরিতে শুরু হলেও শেষ পর্যন্ত আর মাঠে গড়ায়নি সেন্ট লুসিয়া কিংস ও অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের ম্যাচ। দেড় ঘণ্টা বিলম্বে টস অনুষ্ঠিত হয় এবং অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেন। একাদশে ছিলেন সাকিব আল হাসানও। তবে টসের পরপরই আবার বৃষ্টি নামলে খেলা শুরু করার সুযোগ আর মেলেনি। বারবার মাঠ পরিদর্শনের পরও আম্পায়াররা খেলার মতো পরিস্থিতি পাননি। শেষ পর্যন্ত কোনো দলই মাঠে নামতে না পেরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়, আর দুই দলকেই ভাগাভাগি করে নিতে হয় পয়েন্ট।
সিপিএলের প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও আজকের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল সাকিবের সামনে। কিন্তু বৃষ্টির কারণে সেই সুযোগ হাতছাড়া হয়েছে। এ পর্যন্ত তিন ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়েছে অ্যান্টিগা। অন্যদিকে আজকের ম্যাচ দিয়েই এবারের আসরে পয়েন্টের খাতা খুলল সেন্ট লুসিয়া কিংস, এটি ছিল তাদের প্রথম ম্যাচ।
টসে জয়ের পর অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম বলেন, ‘‘বৃষ্টি অনেক হয়েছে, তাই উইকেট থেকে সর্বোচ্চ সহায়তা নিতে চাই। টানা ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ, আশা করি আমরা প্রতিপক্ষকে আন্ডার-পার স্কোরে থামাতে পারব।’’ অন্যদিকে সেন্ট লুসিয়ার নতুন অধিনায়ক ডেভিড ভিসে বলেন, ‘‘দলের দায়িত্ব নিতে পেরে ভালো লাগছে। ফাফ ডু প্লেসি আমাদের জন্য ভালো একটা ভিত গড়ে দিয়েছে, আমরা সেটি ধরে রাখতে চাই। একেকটা ম্যাচ ধরে এগোনোই এখন লক্ষ্য।’’