Monday, August 18, 2025
spot_imgspot_img
Homeবিনোদনআমাকে ওর সঙ্গে তুলনা করছে, সেটা সমস্যা না : মাহি

আমাকে ওর সঙ্গে তুলনা করছে, সেটা সমস্যা না : মাহি

অভিনেত্রী সামিরা খান মাহি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন। গত বুধবার (১৩ আগস্ট) তিনি নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, সবুজ কোর্ট পরা, চোখে চশমা পরে অফিস কক্ষে বসে আছেন তিনি। নাটক সুইট কলিগ’-এর প্রচারণার অংশ হিসেবে এসব ছবি পোস্ট করেছিলেন মাহি।

তবে প্রচারণার জন্য তোলা সেই ছবিই হয়ে দাঁড়ায় নতুন বিতর্কের কারণ। মুহূর্তেই ছবি ভাইরাল হয়ে যায় এবং অনেকেই তাকে পর্ন তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করতে শুরু করেন।

এ প্রসঙ্গে মুখ খুলে মাহি বলেন, “অনেকে বলছে আমি নাকি মিয়া খলিফার মতো দেখতে। কিন্তু আসলে সে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। তার নিজস্ব পেশা ও আলাদা জীবন আছে। সে জীবনে কী করবে না করবে, সেটি তার নিজের বিষয়—আমাদের মাথাব্যথার কিছু নেই। আমাকে ওর সঙ্গে তুলনা করা বড় সমস্যা নয়, কিন্তু যেভাবে নেতিবাচকভাবে তুলনা করা হচ্ছে, সেখানেই আমার আপত্তি।”

তিনি আরও বলেন, “আমার কাছে মনে হয়, যাদের যৌন মানসিকতায় হতাশা আছে, তারাই এ ধরনের তুলনা করে। সুস্থ স্বাভাবিক কারও মাথায় এ চিন্তা আসার কথা নয়।”

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টেও মাহি একই প্রসঙ্গে লিখেছেন, “একজোড়া চশমা দেখে অনেকের ভিন্নভাবে মনে হতে পারে। কিন্তু আমার জন্য এটি শুধুই অফিস লুক। প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে না দেখে, স্টাইলকে তার স্বাভাবিক সৌন্দর্যে উপভোগ করা উচিত।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments