আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধের স্থায়ী সমাধান নিয়ে বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার (১৮ আগস্ট) এক্স-এ দেওয়া পোস্টে মোদি লেখেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানাই, আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক আলোচনার বিষয়ে আমাকে অবহিত করার জন্য।” তিনি আরও উল্লেখ করেন, ভারত সবসময় ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে এবং এ সংক্রান্ত প্রতিটি উদ্যোগকে সমর্থন জানায়।
মোদি দুই দেশের মধ্যে ভবিষ্যতে ধারাবাহিক আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এ সময় মোদি ও পুতিন দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও কথা বলেন।
এর আগে গত শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজে প্রায় তিন ঘণ্টা ধরে ট্রাম্প ও পুতিন রুদ্ধদ্বার বৈঠক করেন। আলোচনার পর পুতিন জানান, তারা একটি “সমঝোতায়” পৌঁছেছেন। ট্রাম্পও ফক্স নিউজকে বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই পক্ষ একমত হয়েছেন, শুধু কিছু ছোটখাটো বিষয় এখনও সমাধান বাকি।