জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের মানুষের চাওয়া পূরণ না করলে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সিনিয়র সংগঠক ইয়াসিন আরাফাত।
১৮ আগস্ট সোমবার ভোলা জেলায় জাতীয় যুব শক্তি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, আগামী নির্বাচনের আগে দেশের প্রতিটি শহীদের রক্তের হিসাব গুনে গুনে দিতে হবে। বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এনসিপি। ক্ষমতায় আসতে হলে বিএনপিকে এনসিপির সঙ্গে মোকাবিলা করতে হবে।
এ সময় তিনি আরও বলেন, বিএনপি দেশের সরকারকে চাঁদাবাজি ও লুটতরাজের স্বর্গরাজ্যে পরিণত করেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাগুলো একই সূত্রে গাঁথা। শেখ হাসিনা, তাঁর মতে, শেখ মুজিবের তুলনায় আরও বড় ফ্যাসিস্ট।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক শাহাদাত খন্দকার মঞ্জুর। সভায় বক্তব্য রাখেন এনসিপির ভোলা জেলা যুগ্ম-আহ্বায়ক মাকসুদুর রহমান, আলামিন প্রমুখ