আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ঘরোয়া প্রতিযোগিতায় ব্যাটসম্যানদের পাওয়ার হিটিং দক্ষতা উন্নত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছে বিশ্বের অন্যতম সেরা পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে। তিনি ইতোমধ্যে ঢাকায় এসে কাজ শুরু করেছেন এবং আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন।
গত শুক্রবার থেকে খেলোয়াড়দের নিয়ে অনুশীলন করাচ্ছেন উড। কয়েক দিনের এই কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আজ (সোমবার) মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় দলের ব্যাটার জাকের আলি অনিক।
তিনি জানান, “জুলিয়ান মূলত আমাদের স্কিল ডেভেলপমেন্টে মনোযোগ দিচ্ছেন। কোন খেলোয়াড় কোন জায়গায় আরও উন্নতি করতে পারে—সে বিষয়গুলো নিয়েই কাজ চলছে।”
একই সময়ে ফিটনেস কোচ নাথান কেলিকে নিয়েও মত দেন জাকের। তিনি বলেন, “কেলি আসার পর থেকেই আমাদের জন্য একটি মানদণ্ড তৈরি করেছেন। হয়তো অনেকের কাছে মনে হয়েছে বিষয়টা কঠিন, কিন্তু এতে আমরা আরও ভালো অবস্থানে এসেছি। আমাদের প্রত্যেকের শরীরে ট্র্যাকার লাগানো থাকে। কে আগে বা পরে থাকছে সেটা নয়, বরং কে বেশি চেষ্টা করছে, সেটা কেলির কাছে বেশি গুরুত্বপূর্ণ।”
আসন্ন এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজে নিজের ভূমিকা প্রসঙ্গে জাকের বলেন, “আমি সাধারণত কোনো নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করি না। টি-টোয়েন্টিতে আমার ভূমিকা পরিস্থিতিভেদে ভিন্ন হয়। যখন যে অবস্থায় ব্যাট করার সুযোগ পাই, সেই অনুযায়ী দলের জন্য অবদান রাখার চেষ্টা করি। আলাদাভাবে কোনো লক্ষ্য নিয়ে ভাবি না।”