দাম্পত্য জীবনে ঝগড়া-বিবাদ স্বাভাবিক ঘটনা হলেও এবার উঠে এসেছে চাঞ্চল্যকর কাণ্ড। পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় ভারতের নদিয়ার শান্তিপুরে এক স্বামী তার স্ত্রীর কান ছিঁড়ে দিয়েছেন।
অভিযোগকারী নারী ছবি দেবনাথ জানান, তার স্বামী টিঙ্কু দেবনাথ সংসার চলাকালীন ঝগড়ার এক পর্যায়ে তার কান টেনে ছিঁড়ে নিয়েছেন। এ ঘটনায় তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, ছবি ও টিঙ্কু কয়েক বছর ধরে বিবাহিত জীবন যাপন করছেন। সম্প্রতি টিঙ্কু বাড়ি ফেরেন এবং এরপর তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ছবি দাবি করেছেন, স্বামী প্রতিবেশীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সঙ্গে জড়িত। এ নিয়ে প্রতিবাদ করার সময় রোববার রাতে টিঙ্কু দেবনাথ মারধর করেন এবং ঝগড়ার এক পর্যায়ে ছবির কান ছিঁড়ে দেন।
প্রতিবেশীরা চিৎকার শুনে এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এরপর সোমবার ছবি ব্যান্ডেজ করা কানের সঙ্গে থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে শাস্তির দাবি করেছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তবে অভিযুক্ত স্বামী এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।