বুড়িচং উপজেলার সরকারি কোয়ার্টারে স্বৈরাচারী সরকারের প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন এক আওয়ামী লীগ নেতা। স্থানীয়দের অভিযোগ, বর্তমান আওয়ামী লীগ সরকার থাকলেও তিনি সেখানে বহাল তবিয়তে থাকছেন। এই নেতার নাম আবদুর রশিদ। তিনি বুড়িচং উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
জানা গেছে, ২০১৩ সালে সাবেক এমপি আবদুল মতিন খসরুর প্রভাব খাটিয়ে উপজেলা কোয়ার্টার ‘বনানী’র একটি বাসা দখল করেন আবদুর রশিদ। গত ১২ বছর ধরে তিনি সেখানে বসবাস করছেন। তার স্ত্রী নুরুন্নাহার বেগম বুড়িচং ফজর আলী উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার নাম ব্যবহার করে আবদুর রশিদ প্রশাসনিক প্রভাব খাটিয়ে কোয়ার্টারে ওঠেন।
বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন জানান, আবদুর রশিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলার আসামি। তা সত্ত্বেও তিনি উপজেলা কোয়ার্টারে প্রশাসনের চোখে চেপে বসেছেন। তিনি আরও বলেন, খাড়াতাইয়া ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাকাল থেকে (০১/০২/১৯৯৪) তিনি সভাপতি থাকাকালীন সময়ে মাদ্রাসার শিক্ষক ও কর্মচারী নিয়োগ এবং সরকারি অর্থের ব্যবহার সংক্রান্ত কোনো হিসাব দেননি। বর্তমানে তিনি আবার মাদ্রাসার পকেট কমিটি গঠনের চেষ্টা করছেন।
উপজেলার সরকারি কোয়ার্টারে থাকার বিষয় জানতে চাইলে নুরুন্নাহার বেগম বলেন, “২০১৩ সালের দিকে আমরা ওই বাসায় উঠেছিলাম। তখন উপজেলা নির্বাহী অফিসার আমাদের বাসাটি দিয়েছিলেন। বিষয়টি আমার স্বামী বিস্তারিত বলতে পারবেন।”
আব্দুর রশিদ নিজেই বলেন, “অনেক আগেই বাসাটি নিয়েছিলাম। তখনকার প্রশাসন আবেদন করার পর এটি আমার স্ত্রীকে দিয়েছিল।”
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক বিষয়টি নিশ্চিত করতে পারেননি এবং খোঁজ নেওয়ার কথা জানান। উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেন বলেন, “উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী ছাড়া কেউ কোয়ার্টারে থাকতে পারেন না। তবে নিয়মগুলো জানার পর বিস্তারিত জানানো হবে।”