Tuesday, August 19, 2025
spot_imgspot_img
Homeবিনোদনঅসুস্থ পরীমণি, মেয়ে আইসিইউতে ভর্তি

অসুস্থ পরীমণি, মেয়ে আইসিইউতে ভর্তি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি বর্তমানে দুই সন্তানসহ হাসপাতালে চিকিৎসাধীন। তার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়ম গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) রাতে ফেসবুকে দেওয়া পোস্টে পরীমণি জানান, তার মেয়ে আইসিইউতে চিকিৎসাধীন, ছেলে পদ্মের জ্বর ১০২ ডিগ্রি এবং তার নিজের জ্বর ১০৩.৫ ডিগ্রি। পাশাপাশি কাশি ও শ্বাসকষ্টও রয়েছে। এর আগের সকালে দেওয়া আরেক পোস্টে তিনি জানিয়েছিলেন, পরিবারের সবার জ্বর হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকালে শারীরিক অসুস্থতা অনুভব করলে ছেলে পদ্মকে নিয়ে হাসপাতালে যান পরী। চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা দেখে ভর্তি হওয়ার পরামর্শ দেন। বর্তমানে মা-ছেলে দুজনই হাসপাতালে ভর্তি আছেন।

পরীমণির ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, শ্বাসকষ্ট কিছুটা কমলেও এখনো তার জ্বর বেশি এবং শরীর ব্যথা করছে। চিকিৎসকের পরামর্শে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

উল্লেখ্য, গত ১০ আগস্ট পরীমণির ছেলে পদ্মের জন্মদিন ছিল। এরপর থেকেই ফেসবুকে একের পর এক অসুস্থতার খবর জানাচ্ছেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments