বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সতর্ক করে বলেছেন, নেতাকর্মীদের আচরণে যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত বা অসন্তুষ্ট না হন। জনগণ কষ্ট পেলে এর ফল ভোগ করতে হবে পুরো দলকে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, “নির্বাচনের জন্য জনগণের কাছে যেতে হবে। যদি আমাদের আচরণে মানুষ অসন্তুষ্ট হয়, তাহলে দল দুর্বল হয়ে পড়বে। আর দল দুর্বল হওয়া মানে শহীদ জিয়াউর রহমানের আদর্শ অসম্মানিত হওয়া।”
তিনি আরও বলেন, “আমাদের আরও নিষ্ঠাবান হতে হবে, আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। সততা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করলে আমরা ভবিষ্যতে দেশের রাজনৈতিক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে পারব।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও মন্তব্য করেন, “আমরা শহীদ জিয়ার নাম নেব কিন্তু তার আদর্শ ধারণ করব না, খালেদা জিয়ার নাম বলব কিন্তু তার মতো আপসহীন থাকতে পারব না, তারেক রহমানের নাম বলব কিন্তু তার মতো পরিশ্রম করব না—এটা গ্রহণযোগ্য নয়।”
এদিকে, গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, কমিশনের প্রস্তুতিও প্রায় শেষের দিকে।”
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন উপদেষ্টা প্রকাশ্যে নির্বাচনের সময়সূচি নিয়ে বক্তব্য দিয়েছেন। বিএনপির এ বিষয়ে কোনো সংশয় নেই। তবে মাঠ পর্যায়ে কিছু ভিন্নমত থাকতে পারে, যা রাজনৈতিক কৌশলের অংশ বলেও তিনি মনে করেন।