Tuesday, August 19, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাশেষ ম্যাচে আর্জেন্টিনা জার্সিতে নামছেন মেসি!

শেষ ম্যাচে আর্জেন্টিনা জার্সিতে নামছেন মেসি!

ফুটবল দুনিয়ার সর্বকালের সেরা তারকাদের একজন লিওনেল মেসি জাতীয় দলকে বিদায় জানানোর একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডি-স্পোর্টস জানিয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর বুয়েনস আইরিসে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেই শেষবারের মতো আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা জার্সি গায়ে চড়াবেন এই কিংবদন্তি। তবে এখনো অন্য কোনো গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়নি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনার সামনে রয়েছে কেবল দুটি ম্যাচ—৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে এবং ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে। এরপর শুরু হবে ২০২৬ বিশ্বকাপের (যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়) প্রস্তুতি পর্ব, যেখানে থাকবে একাধিক প্রীতি ম্যাচ।

ইতিমধ্যেই আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর নিশ্চিত করেছে বিশ্বকাপে খেলার যোগ্যতা। উরুগুয়ে ও প্যারাগুয়ে প্রায় নিশ্চিত, তাদের বড় কোনো অঘটন না ঘটলে জায়গা পাকা হয়ে যাবে।

২০০৫ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ১৯৩ ম্যাচে খেলেছেন মেসি। করেছেন ১১২ গোল, সতীর্থদের সহায়তা করেছেন আরও ৬১ গোলে। ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পর থেকে দেশের সমর্থকদের কাছে তিনি শুধু ফুটবলার নন, বরং বেঁচে থাকা কিংবদন্তি। তাই বুয়েনস আইরিসে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে ভক্তদের জন্য আবেগঘন মুহূর্ত।

ঘোষিত স্কোয়াড

কোচ লিওনেল স্কালোনি ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছেন।

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), জেরোনিমো রুই (মার্সেই)
ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নাউয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, লেওনার্দো বালেরদি, হুয়ান ফয়ত, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, হুলিও সোলের, ফাকুন্দো মেডিনা
মিডফিল্ডার: আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালান বারেলা, লিয়েন্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকোল পাজ, রদ্রিগো দে পল, জিওভানি লো চেলসো, ক্লাউদিও একচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, ভ্যালেন্টিন কার্বনি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments