রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠককে তিনি “খুবই চমৎকার” বলে উল্লেখ করলেও এটিকে এখনও “সেরা বৈঠক” বলতে চাননি। তার মতে, সেই আলোচনার সময় এখনও আসেনি, তবে খুব শিগগিরই হবে।
সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দেড় ঘণ্টাব্যাপী আলোচনায় দুই নেতা যুদ্ধ পরিস্থিতি ও সম্ভাব্য শান্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি জানান, “আমরা স্পর্শকাতর অনেক বিষয়ে কথা বলেছি। আলোচনাটা খুবই ফলপ্রসূ হয়েছে। তবে আমি বিশ্বাস করি, আসল বা সেরা বৈঠক এখনও বাকি।”
অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি কেবল অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নন, বরং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে চান। এজন্য তিনি নিকট ভবিষ্যতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক আয়োজনের পরিকল্পনার কথা জানান।
জেলেনস্কিও ইঙ্গিত দেন, তিনি এ প্রস্তাবে একমত এবং ত্রিপাক্ষিক বৈঠককেই শান্তি প্রতিষ্ঠার বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, এই বৈঠক হয়তো ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের দিকে নতুন আশার সঞ্চার করেছে।
বর্তমান বৈঠক সরাসরি শান্তি না আনলেও ভবিষ্যতের আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে তুলতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।