Tuesday, August 19, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

যুক্তরাষ্ট্রে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

যুক্তরাষ্ট্র ছয় হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান, আইন ভঙ্গ এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাতিল হওয়া ভিসাধারীদের বিরুদ্ধে হামলা, চুরি, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, সন্ত্রাসবাদে সমর্থনসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া ফিলিস্তিনপন্থী আন্দোলনে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীকে ‘ইহুদিবিরোধী আচরণ’-এর অভিযোগে ট্রাম্প প্রশাসনের নজরে আনা হয়েছে। তবে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমও পর্যবেক্ষণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রবিরোধী বা হুমকিসূচক পোস্টের ভিত্তিতেও অনেকে অভিযুক্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, গাজাবাসীর জন্য সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমিত মানবিক ভিসা প্রদানের নীতি পুনর্মূল্যায়ন চলাকালে এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

গত মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, চলতি বছরের শুরু থেকেই হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্রে এসে যারা শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছেন বা আইনের বাইরে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments