২৬০ কোটি ৭৭ লাখ টাকার ঋণখেলাপির মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের অর্থঋণ আদালত-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালতের বিচারক মো. হেলাল উদ্দীন সোমবার (১৮ আগস্ট) এ আদেশ দেন, যা প্রকাশ্যে আসে পরের দিন। এ তথ্য নিশ্চিত করেছেন অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ।
আদালত সূত্রে জানা গেছে, স্ট্যান্ডার্ড ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে নেওয়া ঋণ পরিশোধ না করার কারণে মামলাটি করা হয়। ঋণের বিনিময়ে ব্যাংকের কাছে থাকা বন্ধকি সম্পদ নিলামে তোলা হলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ব্যাংকের আবেদন মেনে আদালত আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এর আগে, ২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। দীর্ঘ আট বছরের কারাভোগের পর ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।