ইরান বৃহৎ পরিসরে দুই দিনব্যাপী ক্ষেপণাস্ত্র মহড়া আয়োজন করতে যাচ্ছে, যা ভারত মহাসাগর ও ওমান সাগরে অনুষ্ঠিত হবে। মহড়াটি বৃহস্পতিবার থেকে শুরু হবে বলে দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে জানানো হয়েছে, ‘সাস্টেইনেবল পাওয়ার ১৪০৪’ মহড়ার অপারেশনাল ধাপ শুরু হবে ওইদিন।
মহড়ায় উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ জাহাজ, বিমান ইউনিট এবং উপকূলীয় এলাকা থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র ও ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশগ্রহণ করবে।
ইরানের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানি জানান, এই মহড়ার মূল উদ্দেশ্য হলো যুদ্ধ প্রস্তুতি বাড়ানো, জনসাধারণের আস্থা বৃদ্ধি, অপারেশনাল পরিকল্পনা উন্নত করা, কমান্ড ও নিয়ন্ত্রণ ক্ষমতা জোরদার করা এবং প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা।
তিনি আরও জানিয়েছেন, ভূপৃষ্ঠের জাহাজগুলোকে লক্ষ্য করে স্বল্প, মধ্যম ও দীর্ঘ পাল্লার নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। মহড়ায় ড্রোন অভিযানও অন্তর্ভুক্ত থাকবে।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তাদের কাছে আগের প্রজন্মের তুলনায় অধিক ক্ষমতাসম্পন্ন উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে এবং ইসরাইল নতুন কোনো আগ্রাসন করলে সেগুলো মোতায়েন করা হবে। তিনি সতর্ক করে বলেছেন, ইসরাইল আশা করেছিল হামলা ও শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যার ফলে ইরানের সামরিক কাঠামো দুর্বল হবে, কিন্তু ইরান দ্রুত জবাব দিতে সক্ষম হবে।