Wednesday, August 20, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষউমামা ফাতেমার নেতৃত্বে গঠিত ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার অপেক্ষায়

উমামা ফাতেমার নেতৃত্বে গঠিত ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার অপেক্ষায়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামে একটি স্বতন্ত্র প্যানেল গঠন করেছেন। তিনি জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টায় অপরাজেয় বাংলার সামনে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বুধবার উমামা ফাতেমা তার প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। এর আগে গত ১৮ আগস্ট তিনি ফরম সংগ্রহ করেছিলেন।

এরও আগে, ৩০ জুলাই রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি।

জানা গেছে, এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন উমামা ফাতেমা নিজেই। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি।

উমামা ফাতেমা বলেন, ক্যাম্পাসে উন্নত পরিবেশ গড়ে তুলতে সাধারণ শিক্ষার্থী, ছাত্ররাজনীতি এবং প্রশাসনের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। আমরা চাই শিক্ষার্থীরা রাজনৈতিকভাবে সচেতন থাকুক, তবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিচালিত হোক মূলত একাডেমিক ভিত্তির ওপর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments