কুয়াকাটা সমুদ্রসৈকতে এক দিনের ব্যবধানে আবারও ভেসে উঠল একটি মৃত ডলফিন। বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে সৈকতের জিরো পয়েন্টের ট্যুরিজম পার্ক-সংলগ্ন এলাকায় ডলফিনটি দেখা যায়। প্রায় তিন ফুট দৈর্ঘ্যের ইরাবতী প্রজাতির এই ডলফিনটির শরীরে আঘাতের দাগ রয়েছে এবং পেটের একটি অংশ ফেটে গেছে।
এর মাত্র এক দিন আগে, মঙ্গলবার জাতীয় উদ্যান এলাকার সৈকতে আরেকটি মৃত ডলফিন পাওয়া গিয়েছিল।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, “আমরা নিয়মিত জেলেদের সচেতন করছি যাতে ডলফিন জালে আটকা পড়লে তারা ছেড়ে দেয়। তবুও প্রতি বছরই কয়েকটি ডলফিন মারা যাচ্ছে। চলতি বছরে কুয়াকাটা সৈকতে এখন পর্যন্ত সাতটি মৃত ডলফিন ভেসে এসেছে।”
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর সদস্য আবুল হোসেন রাজু বলেন, “ডলফিনটির শরীরে জালের দাগ রয়েছে। ধারণা করছি, মাছ ধরার জালে আটকা পড়ে এটি দুই-তিন দিন আগে মারা গেছে। তবে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বন বিভাগের সহায়তায় মৃত ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।”
ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার উদ্দিন বলেন, “টানা দুই দিনে দুটি মৃত ডলফিন পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। এটি কেবল একটি প্রাণীর মৃত্যু নয়, বরং সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ সংকেত। জেলেদের সচেতন করতে হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে. এম. মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই তাদের টিম মৃত ডলফিনটি উদ্ধার করে মাটিচাপা দেয়, যাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে না পারে।