বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। বুধবার (২০ আগস্ট) দুপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে রিলিজ নিয়ে তিনি নিজ বাসায় পৌঁছান। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
এর আগে ১৯ আগস্ট সন্ধ্যায় থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর মির্জা ফখরুল গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন রাত সাড়ে ১১টা পর্যন্ত। বাসায় ফেরার পর হঠাৎ অস্বস্তি অনুভব করলে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।
সেখানে রাত ১টার দিকে অধ্যাপক ড. এন. এ. এম. মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। পরবর্তীতে রাত ২টা ২০ মিনিটে জাহিদ হোসেন জানান, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত