Wednesday, August 20, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা, কারও হস্তক্ষেপ ছাড়াই নির্বাচিত: সভাপতি রাকিব

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা, কারও হস্তক্ষেপ ছাড়াই নির্বাচিত: সভাপতি রাকিব

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণায় কোনো বাইরের হস্তক্ষেপ ছিল না বলে জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, “ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডাকসুর প্যানেল নির্ধারণ করেছে, অন্য কোনো হস্তক্ষেপ এখানে ছিল না।” বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্যানেল ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গত সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও প্যানেল চূড়ান্ত করতে কিছুটা বিলম্ব ঘটে। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত প্যানেল নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

রাকিব বলেন, “প্যানেলে আমরা ছাত্র সমাজের পরিচিত মুখ ও জনপ্রিয় নেতৃত্বকে অন্তর্ভুক্ত করেছি।” সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের অনেকেই অবস্থান করছে এবং ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত কিছু শিক্ষকও বহাল তবিয়তে আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

ছাত্রদলের ডাকসু নির্বাচনের প্যানেলে মোট ২৮টি পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সহ-সভাপতি (ভিপি) পদে আবিদুল ইসলাম খান আবিদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে তানভীর বারী হামিম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে তানভীর আল হাদী মায়েদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্য পদের প্রার্থির মধ্যে রয়েছেন—মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন সম্পাদক মো. সাইফ উল্লাহ, সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আনোয়ার হোসাইন এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান মুন্না।

সদস্য পদে প্রার্থী হয়েছেন মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল। তবে ২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বীর স্মরণে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments