বরিশালের মুলাদী উপজেলায় নববধূকে নিয়ে পালানোর সময় রবিন সরদার (২০) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কায়েতমারা গ্রামে এ ঘটনা ঘটে। আটক রবিন উপজেলার বাটামারা ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামের বাসিন্দা জামাল সরদারের ছেলে। তিনি সিলেটের সুনামগঞ্জে একটি বিরিয়ানি দোকানে কাজ করতেন।
গত ৩১ জুলাই টিকটকের মাধ্যমে রবিনের পরিচয় হয় কায়েতমারা গ্রামের কালাম ওরফে কালু হাওলাদারের মেয়ে তানজিলা আক্তারের সঙ্গে। রবিনের দাবি, তানজিলা তাকে মোবাইল ফোনে এলাকায় ডেকেছিলেন। তবে তানজিলা এ অভিযোগ অস্বীকার করেন।
গ্রাম পুলিশ আব্দুল মালেক জানান, তানজিলার বিয়ে হয় গত ২৬ জুলাই। বিয়ের পর তিনি কিছুদিন আগে বাবার বাড়িতে আসেন। মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয়রা তাকে অচেনা এক যুবকের সঙ্গে দেখে দুজনকে আটক করেন।
আটকের পর রবিন জানান, তানজিলা বিয়ের বিষয়টি গোপন করে তার সঙ্গে টিকটকে পরিচয় করেছিলেন। প্রায় ২০ দিন আগে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত ফোনে কথোপকথন হতো। কয়েকদিন ধরে তানজিলার মোবাইল বন্ধ থাকায় রবিন অন্য একটি নম্বর থেকে যোগাযোগ করেন। এরপর তানজিলা পালিয়ে যাওয়ার জন্য তাকে কায়েতমারায় ডাকেন। মঙ্গলবার দুপুরে রবিন সুনামগঞ্জ থেকে সেখানে পৌঁছান। রাতে তানজিলা বাড়ি থেকে বের হলে তারা একসঙ্গে ধরা পড়েন।
চরকালেখান ইউনিয়ন পরিষদের সদস্য রাসেদ ব্যাপারী বলেন, আটক দুজনকে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে মেয়েটিকে তার বাবা-মায়ের কাছে দেওয়া হলেও, রবিনের অভিভাবক উপস্থিত না থাকায় তাকে স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে।