ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে মনোনয়ন জমা দিয়েছেন আবু তৈয়ব হাবিলদার। তিনি ২০০১-০২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ছাত্র। ইতিহাসের অংশ হিসেবে ডাকসুতে ভিপি পদে লড়াই করছেন বলে জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে আবু তৈয়ব লিখেছেন, ১/১১ স্বৈরাচার দূর করতে নেতৃত্ব দিয়েছি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে দীর্ঘকাল অবিরাম সংগ্রাম করেছি। ২০০৯ সালে ছাত্রলীগের নির্মমতার কারণে বিশ্ববিদ্যালয় ছাড়তে বাধ্য হয়েছিলেন। শিক্ষাজীবন বিপন্ন হলেও তিনি আশা হারাননি এবং স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন।
তিনি আরও উল্লেখ করেছেন, গত ১৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সকল সংকটে পাশে থেকেছেন। ছাত্রলীগ ও পুলিশের হামলার শিকারদের রক্ষায় রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়েছেন। ২০১৮ সালের কোটা আন্দোলন থেকে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন—সব আন্দোলনে তার অবদান রয়েছে।
আবু তৈয়ব বলেন, তিনি ক্ষমতা ভোগ করতে পারেনি, তবে ভোগবাদী, বিলাসিতা ও অহংবোধের রাজনীতি তার চরিত্রের সঙ্গে যায় না। সব কাজ বিনা শর্তে ছাত্রছাত্রী ও দেশের স্বার্থে করেছেন।
এবার ডাকসু নির্বাচনে অংশ নেওয়াকে তিনি ইতিহাসের অংশ হিসেবে দেখছেন। জেতা-হারার বিষয় নয়, বরং গণতন্ত্রের বিকাশে অংশগ্রহণই মূল লক্ষ্য। ভোট চাইছেন না, বরং ছাত্রছাত্রীদের কাছ থেকে ভালোবাসা আশা করছেন।