Wednesday, August 20, 2025
spot_imgspot_img
Homeপড়ালেখাঢাবি হল সংসদ নির্বাচনে ছাত্রদলের ২৭ সদস্যের প্যানেল ঘোষণা

ঢাবি হল সংসদ নির্বাচনে ছাত্রদলের ২৭ সদস্যের প্যানেল ঘোষণা

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা একমাত্র ছাত্র সংগঠন হিসেবে ঢাবির হল সংসদ নির্বাচনের জন্য তাদের প্যানেল ঘোষণা করেছে। বুধবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি ১৮টি হলে নিজেদের সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করে। ঘোষিত প্যানেলে দেখা গেছে, ভিপি, জিএস ও এজিএসসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংশ্লিষ্ট হল কমিটির পরিচিত নেতারা। তবে প্যানেলে নাম না পাওয়া কিছু নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন।

হল সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. জাহিদুল ইসলাম, জিএস পদে জোবায়ের হোসেন এবং এজিএস পদে রিজভী আলম। কবি জসীমউদ্দীন হলে ভিপি পদে আছেন মো. আব্দুল ওহেদ, জিএস পদে সিফাত ইবনে আমিন এবং এজিএস পদে লড়বেন মোহতাসিম বিল্লাহ হিমেল। সূর্যসেন হলে ভিপি পদে মনোয়ার হোসেন প্রান্ত, জিএস পদে লিয়ন মোল্যা এবং এজিএস পদে সামিউল আমিন গালিবকে মনোনীত করা হয়েছে।

শেখ মুজিবুর রহমান হলে ভিপি পদে সাইফ আল ইসলাম দীপ, জিএস পদে রিনভী মোশাররফ এবং এজিএস পদে মো. আব্দুল্লাহ আজীম প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজয় একাত্তর হলে ভিপি পদে সাজ্জাদ হোসেন, জিএস পদে মো. সাকিব বিশ্বাস এবং এজিএস পদে সুলতান মো. সাদমান সিদ্দীক। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ভিপি পদে হাসিবুর রহমান আসিফ, জিএস পদে নাজমুস সাকিব এবং এজিএস পদে হুমায়ন কবীরকে মনোনয়ন দেওয়া হয়েছে।

হাজী মুহম্মদ মুহসীন হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবুজার গিফারী ইফাত, জিএস পদে মহিবুল ইসলাম আকন্দ এবং এজিএস পদে তানভীর আহমেদ জিয়াম। স্যার এ এফ রহমান হলে ভিপি পদে লড়বেন রাকিবুল হাসান, জিএস পদে কাওসার হামিদ এবং এজিএস পদে মাহদীজ্জামান জ্যোতি। সলিমুল্লাহ মুসলিম হলে ভিপি পদে ইমন মিয়া, জিএস পদে তাওহিদুল ইসলাম তাইমুন এবং এজিএস পদে সৈয়দ ইয়ানাথ ইসলাম। জগন্নাথ হলে ভিপি পদে পল্লব চন্দ্র বর্মণ, জিএস পদে সত্যজিৎ দাস এবং এজিএস পদে প্রসেনজিৎ বিশ্বাসকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ফজলুল হক মুসলিম হলে ভিপি পদে লড়বেন শেখ রমজান আলী রকি, জিএস পদে হারুন খান সোহেল এবং এজিএস পদে রাজু চৌধুরী। শহীদুল্লাহ হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আশিকুর রহমান, জিএস পদে রবিউল ইসলাম নাহিদ এবং এজিএস পদে জুনায়েদ আবরার। অমর একুশে হলে ভিপি পদে আসাদুল হক আসাদ, জিএস পদে শাহনোমান জিওন এবং এজিএস পদে নূরুল আমিন তায়েব।

নারী শিক্ষার্থীদের হলগুলোতে রোকেয়া হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শ্রাবণী আক্তার, জিএস পদে আনিকা বিনতে আশরাফ এবং এজিএস পদে শ্রাবন্তী হাসান বন্যা। কবি সুফিয়া কামাল হলে ভিপি পদে তাসনিয়া জান্নাত চৌধুরী, জিএস পদে তাওহিদা সুলতানা এবং এজিএস পদে জাকিয়া সুলতানা আলো। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ভিপি পদে শারমিন খান, জিএস পদে জান্নাতুল ফেরদৌস পুতুল এবং সমাজসেবা সম্পাদক পদে জেবিন মুস্তারী। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ভিপি পদে সাদিয়া রশিদ চাঁদনী, জিএস পদে মালিহা বিনতে খান অবন্তী এবং এজিএস পদে জান্নাতুল ফেরদৌস ইতি। শামসুন নাহার হলে ভিপি পদে তায়েবা হাসান বিথী, জিএস পদে রাবেয়া খানম জেরিন এবং সংস্কৃতি সম্পাদক পদে সোহাগী জাহানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments