Wednesday, August 20, 2025
spot_imgspot_img
Homeবিনোদনদাম্পত্যজীবন নিয়ে গুঞ্জনকে ভিত্তিহীন বললেন জাহিদ হাসান

দাম্পত্যজীবন নিয়ে গুঞ্জনকে ভিত্তিহীন বললেন জাহিদ হাসান

দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এবং খ্যাতিমান মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ১৯৯৭ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। বিয়ের ২৭ বছর ধরে তারা একসাথে কঠিন সময় পার করেছেন এবং একে অপরের পাশে থেকেছেন।

সম্প্রতি তাদের ব্যস্ততা বেড়েছে, ফলে একসাথে কোনো অনুষ্ঠান বা আয়োজনে দেখা কম হচ্ছে। এই বিষয়ে এক পডকাস্টে প্রশ্ন করা হলে জাহিদ হাসান বলেন, “আমরা ভালো আছি। যদিও একসাথে কোথাও যেতে পারি না, কারণ আমার শুটিং থাকে রাত পর্যন্ত। এত বছর শুটিংয়ের কারণে একত্রে কোথাও যাওয়া সম্ভব হয়নি। কেউ মন্তব্য করলে হয়তো জানে না, আমার নিজের ভাইয়ের বিয়েতে আমি যেতে পারিনি। সেদিন আমার নাটকের শো ছিল বরিশালে। শিডিউল আগে থেকে ঠিক থাকে, হঠাৎ দাওয়াত আসলেও যেতে পারি না। তাই এখনও অনুষ্ঠানগুলোতে মৌ একাই যায়। সে দেশের বাইরে থাকলে আমি চেষ্টা করি।”

পডকাস্টে জাহিদ নিজের সাবেক প্রেমিকার কথাও উল্লেখ করেন। তিনি জানান, তার সাবেক সম্পর্কের বিষয় মৌ জানেন এবং মাঝে মাঝে মজা করেন। জাহিদ বলেন, “আমার পরিবারের সবাই জানে। মৌ মাঝে মাঝে এটা নিয়ে মজা করে। একদিন হঠাৎ সে বলল, এগুলো যত্ন করে রাখো। তখন দেখি, তার হাতে অনেক চিঠি।”

মৌয়ের সঙ্গে সম্পর্কের আগে জাহিদ হাসানের এক অভিনেত্রী সঙ্গে সম্পর্ক ছিল। তারা একসঙ্গে কিছু নাটকে কাজ করেছিলেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর কোনো কাজ করেননি এবং মাঝে মাঝে অনুষ্ঠানে দেখা হলে কথাও বলেন না। জাহিদ বলেন, “তাকে নিয়ে কিছু বললে অশ্রদ্ধা হবে। সেটা চাই না। একসময় তাকে ভালোবেসেছিলাম। এখন সে ভালো আছে। এটাই বড় কথা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments