Wednesday, August 20, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষদিনমজুরের ঘরে ভুলের কারণে ১ লাখ ৬৭ হাজার টাকার ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল

দিনমজুরের ঘরে ভুলের কারণে ১ লাখ ৬৭ হাজার টাকার ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের এক দিনমজুর গ্রাহকের নামে আগস্ট মাসের বিদ্যুৎ বিল আসে ১ লাখ ৬৭ হাজার ৯৫ টাকা, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় পড়েছে। সাধারণত মাসে ২০০–৩০০ টাকা বিল আসে, তবে এই মাসে উল্লেখযোগ্য অঙ্কের ‘ভুতুড়ে’ বিল পেয়ে তিনি চরম ভ্রান্তি এবং উদ্বেগে পড়েন।

দিনমজুর কাজী ছাওধন মিয়া বলেন, “আমার ঘরে মাত্র একটি বাতি এবং একটি ফ্যান আছে। অথচ আগস্টে আমার বিল ১ লাখ ৬৭ হাজার ৯৫ টাকা এসেছে, বিলম্ব ফি সহ মোট ৭ হাজার ৫৯৫ টাকা। এতে ব্যবহৃত ইউনিট দেখানো হয়েছে ১০,০৮৫ মেগাওয়াট। আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। এলাকার মেম্বার-চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অফিসে দুই দিন গিয়েছি, তারা বলছেন ঠিক করে দেওয়া হবে।”

নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের বিল প্রস্তুতকারী ক্ষমা সূত্রধর জানান, “আমি ইচ্ছাকৃতভাবে এমন কিছু করি নাই, কম্পিউটারের ভুলের কারণে এই ঘটনা ঘটেছে।”

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আসাদুজ্জামান বলেন, “গরমের সময় বিদ্যুতের ব্যবহার বেশি হওয়ায় বিল কিছুটা বেশি আসতে পারে, তবে কাজী ছাওধন মিয়ার বিল অতিরিক্ত উঠেছে কম্পিউটারের ভুলের কারণে। আমরা সংশ্লিষ্টকে নোটিশ দিয়েছি, তিনি ভুল স্বীকার করেছেন। একই সঙ্গে গ্রাহকের বিল সংশোধন করে দেওয়া হয়েছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments