Wednesday, August 20, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকভারতে নির্বাসিত কক্সবাজারের সাবেক এমপি, রান্নার ঝামেলাতেই কাটছে জীবন

ভারতে নির্বাসিত কক্সবাজারের সাবেক এমপি, রান্নার ঝামেলাতেই কাটছে জীবন

গত বছর গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় আওয়ামী লীগের বহু মন্ত্রী-এমপিকে দেশ ছেড়ে পালাতে হয়। অনেকেই পরিবার ছাড়া একা ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের কয়েকজনের জীবনযাপন নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট মঙ্গলবার (১৯ আগস্ট) একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজারের এক সাবেক এমপি জানান, তিনি বর্তমানে আরেক আওয়ামী এমপির সঙ্গে কলকাতার একটি ফ্ল্যাটে বসবাস করছেন। ফ্ল্যাটে গৃহকর্মী থাকলেও প্রায়ই তারা দায়িত্ব এড়িয়ে যান। তখন তাকে নিজে রান্না করতে হয়। এজন্য ঢাকায় থাকা স্ত্রী ভিডিও কলে তাকে রান্নার নির্দেশনা দেন বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “ভোরে ফজর নামাজ আদায় করে আমি উঠি। এরপর আমরা দুজন ৩বিএইচকে অ্যাপার্টমেন্ট থেকে পাড়ার জিমে যাই। আমি ওজন কমানোর ব্যায়াম করি, আর আমার সহকর্মী করেন পেলেট ক্লাস।”

রান্না নিয়ে হাস্যরস করে ওই সাবেক এমপি আরও বলেন, “আমি রান্নার কোনো অভ্যাস নিয়ে আসিনি। আমার সঙ্গী এমপিও রান্না জানেন না। বাধ্য হয়ে যখন রান্না করি, তখন আমার স্ত্রী ফোনে ধাপে ধাপে নির্দেশ দেন। হয়তো বাংলাদেশে ফেরার পর রান্নাকেই পেশা হিসেবে নিতে পারি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments