মুম্বাইয়ে কয়েকদিন ধরে চলা টানা ভারী বর্ষণে শহরের বিভিন্ন এলাকা ডুবে গেছে। জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন। সেই পানিবন্দি পরিস্থিতি এড়িয়ে যেতে পারেনি বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের প্রিয় বাড়ি ‘প্রতীক্ষা’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, জুহুর এই ঐতিহাসিক বাড়ির সামনে হাঁটু সমান পানি জমে রয়েছে। শুধু ‘জলসা’ নয়, জুহুতে অমিতাভের আরও দুটি বাড়ি রয়েছে। এর মধ্যে ‘প্রতীক্ষা’ বাড়িতে থাকেন বচ্চনকন্যা শ্বেতা, যা বাবার কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। বর্তমানে বাড়িটি প্রায় পানিতে ডুবে যাওয়ার উপক্রম।
অমিতাভ এ বিষয়ে কিছু না বললেও, ভাইরাল হওয়া ভিডিও দেখে ভক্তরা নিশ্চিত হয়েছেন যে এটি ‘প্রতীক্ষা’। ১৯৭৬ সালে ‘শোলে’ ছবির সাফল্যের পর বাড়িটি কিনেছিলেন অমিতাভ, আর এ বাড়িতেই জন্ম অভিষেক ও শ্বেতার। তাই ‘প্রতীক্ষা’ শুধু একটি বাড়িই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বচ্চন পরিবারের অনেক স্মৃতি।
কিছুদিন আগে বাড়িটি মেয়েকে উপহার দেওয়ায় পরিবারের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। আনুমানিক ৫০ কোটি টাকার এই বাড়ির নামকরণ করেছিলেন অমিতাভের বাবা, কবি হরিবংশ রাই বচ্চন।
তবে ‘প্রতীক্ষা’র বাইরে জুহুতে অমিতাভের আরও দুটি বিখ্যাত বাড়ি রয়েছে—‘জলসা’ ও ‘জনক’। কয়েক মাস আগে খবর পাওয়া গিয়েছিল, প্রায় ৩১৬০ কোটি টাকার সম্পদ সমানভাবে দুই সন্তানকে ভাগ করে দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। সে হিসেবে অভিষেক ও শ্বেতার ভাগে প্রায় ১৬০০ কোটি টাকা করে সম্পত্তি আসতে পারে।