বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাষ্ট্রপতির ছবি রাখার বা না রাখার মতো বিষয় নিয়ে সরকার যে পরিমাণ মনোযোগ দিয়েছে, তার চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বেশি মনোযোগী হলে দেশ অনেক দূর এগোতে পারত। বুধবার (২০ আগস্ট) জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামালের সঞ্চালনায় ‘অন্য মঞ্চে’ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, “গত এক বছরে সরকারের মূল দায়িত্ব ছিল মানুষকে ঐক্যবদ্ধ করা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং ল অ্যান্ড অর্ডার স্থিতিশীল রাখা। কিন্তু সরকার ছোটখাটো বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে। রাষ্ট্রপতির পোর্ট্রেট সরানোর বিষয়টি কেন করা হলো, তা আমরা কেউ জানি না। যদি ‘নো পোর্ট্রেট’ নীতি নেওয়া হয়, তা প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা উচিত ছিল।”
তিনি অভিযোগ করেন, সরকার গুরুত্বপূর্ণ কাজগুলো এড়িয়ে চলেছে। নির্বাচন নিয়ে রোডম্যাপ স্পষ্ট করার বদলে এক বছর পার হয়ে গেলেও জনগণ এখনো কোনো নিশ্চয়তা পাচ্ছে না।
আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “ফেব্রুয়ারি মাসে ভোট অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। মানুষ দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। নির্বাচনের জন্য যে উৎসাহ থাকা উচিত, তা এখনও দেখা যাচ্ছে না।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষ বর্তমানে আতঙ্কে আছে এবং দ্রুত একটি রাজনৈতিক সরকার দেখতে চায়। “যে কোনো নির্বাচিত সরকারই অনির্বাচিত সরকারের চেয়ে ভালো—মানুষ তা ইতোমধ্যেই বুঝতে পেরেছে।”