Wednesday, August 20, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরসাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি উচ্ছেদ করলো বিআইডব্লিউটিএ

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি উচ্ছেদ করলো বিআইডব্লিউটিএ

সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২০ আগস্ট) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কাটুরাইল থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মুস্তাফিজুর রহমান ও কেরানীগঞ্জ থানার এসিল্যান্ড শেখ আব্দুল্লাহ আল মামুন অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। জানা গেছে, কেরানীগঞ্জ দক্ষিণ থানার হাসনাবাদ, দোলেশ্বর ও কাটুরাইল এলাকায় অভিযান পরিচালনা করা হবে।

সরেজমিনে দেখা গেছে, নদীর সীমানা পেরিয়ে এক থেকে দেড় একর জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ অবৈধ স্থাপনার মধ্যে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়িও রয়েছে, যা উচ্ছেদ করা হয়েছে।

কর্মকর্তারা জানান, ২০০৯ সালে জনস্বার্থে দায়ের করা এক রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করার নির্দেশনা দেওয়া হয়েছিল হাইকোর্টের মাধ্যমে। নির্দেশনা অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিআইডব্লিউটিএ আরও জানিয়েছে, নদীর সীমানার ভেতরে থাকা সব অবৈধ স্থাপনা ধাপে ধাপে উচ্ছেদ করা হবে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments