Wednesday, August 20, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকইউক্রেনের নাশকতাকারীদের হামলায় রাশিয়ার জ্বালানিবাহী ট্রেন ধ্বংস

ইউক্রেনের নাশকতাকারীদের হামলায় রাশিয়ার জ্বালানিবাহী ট্রেন ধ্বংস

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে একটি জ্বালানিবাহী ট্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেনের নাশকতাকারীরা। ইউক্রেনপন্থি সূত্র জানিয়েছে, এ হামলায় ট্রেনে থাকা সবাই নিহত হয়েছেন।

সেন্টার ফর দ্য স্টাডি অব অকুপেশনের প্রতিনিধি পেত্রো আন্দ্রেওইসেচেঙ্কো টেলিগ্রামে লেখেন, “ট্রেনে জীবিত কোনো কিছু রাখা হয়নি।” তিনি আরও জানান, রুশ সেনারা সাধারণত হামলা এড়াতে রাতের বেলা জ্বালানি ও সামরিক সরঞ্জাম পরিবহন করে। কিন্তু এবারও সেই কৌশল কার্যকর হয়নি। তার ভাষায়, “ট্রেনে হামলা ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর এক অনন্য অভিযান।”

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ট্রেনটির একাধিক বগি দাউ দাউ করে জ্বলছে। স্থানীয় সূত্র বলছে, হামলার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনাটি উরোজায়াঙ্ক ও তোকমাকের মাঝামাঝি এলাকায় ঘটে। তবে হামলাটি কীভাবে চালানো হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

হামলার ব্যাপারে রাশিয়া কিংবা ইউক্রেনের সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকদের মতে, এ ধরনের আঘাত রাশিয়ার সরবরাহ ব্যবস্থা ও জ্বালানি পরিবহনে বড় ধরনের ধাক্কা দিচ্ছে। কারণ এ হামলার স্থানটি ইউক্রেনীয় সেনাদের অবস্থান থেকে অনেক গভীরে, যা তাদের নাশকতা পরিচালনার সক্ষমতাকে নতুনভাবে প্রমাণ করছে।

উল্লেখ্য, এর আগে গত জুনে ইউক্রেন রাশিয়ার ভেতরে একাধিক সামরিক ঘাঁটিতে শতাধিক ড্রোন হামলা চালায়। এতে বেশ কিছু যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল।

জাপোরিঝিয়ায় সর্বশেষ এ হামলা চলমান যুদ্ধকে আরও তীব্র করে তুলেছে এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের ভয়াবহতাকে আবারও সামনে নিয়ে এসেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments