নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে নামাজরত মুসল্লিদের ওপর সশস্ত্র ডাকাতদের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গ্রামপ্রধান এবং একটি হাসপাতালের কর্মকর্তা।
মঙ্গলবার ভোররাত প্রায় ৪টার দিকে কাটসিনার মালুমফাশি এলাকার প্রত্যন্ত গ্রাম উঙ্গুয়ান মানতাউ-এ এ ঘটনা ঘটে। ফজরের নামাজের জন্য মসজিদে সমবেত মুসল্লিদের লক্ষ্য করে বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালায়। ফলে ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য অঞ্চলে এ ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটে। মূলত পশুপালক এবং কৃষক সম্প্রদায়ের মধ্যে জমি ও পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। ফলে সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই গ্রামে হামলা চালায় এবং সাধারণ মানুষ এর শিকার হন।
কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানান, হামলার পরপরই উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আরও হামলা প্রতিরোধ করা যায়। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, নাইজেরিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় উপাসনালয় ও গ্রামীণ এলাকায় হামলার ঘটনা বেড়ে গেছে। গত জুনেই উত্তর-মধ্যাঞ্চলে সশস্ত্র হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।
মঙ্গলবারের এই মর্মান্তিক হামলা দেশটির মানুষের নিরাপত্তাহীনতাকে আরও প্রকটভাবে তুলে ধরেছে। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।