Wednesday, August 20, 2025
spot_imgspot_img
Homeজাতীয়বুড়িগঙ্গা দখলমুক্তে দুই দিনের উচ্ছেদ অভিযান, মোতায়েন হবে পুলিশ বাহিনী

বুড়িগঙ্গা দখলমুক্তে দুই দিনের উচ্ছেদ অভিযান, মোতায়েন হবে পুলিশ বাহিনী


রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে আগামী ২০ ও ২১ আগস্ট যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করবে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট গঠন করা হবে এবং অভিযানে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, হাইকোর্টে দায়ের হওয়া রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ এবং ১৩৯৮৯/২০১৬ এর রায়ের ভিত্তিতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। নির্দেশনা অনুযায়ী পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া বা কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকাজুড়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজার নদীর তীর থেকে সব অবৈধ স্থাপনা ও ভরাট অপসারণ করা হবে।

এজন্য ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে বুড়িগঙ্গার তীরে দখল ও অবৈধ স্থাপনা গড়ে উঠায় নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পরিবেশ রক্ষা ও নৌ-নিরাপত্তার স্বার্থে নিয়মিত উচ্ছেদ কর্মসূচি নেওয়া হচ্ছে। এবারের অভিযানেও স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করবে।

এ ছাড়া অভিযানের দিন পর্যাপ্ত পুলিশ মোতায়েন নিশ্চিত করতে ঢাকা জেলার পুলিশ সুপারের দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments