Wednesday, August 20, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষ৭৫ বছরের বৃদ্ধকে বিয়ের প্রলোভনে টাকা হাতিয়ে উধাও ৩৫ বছরের নারী, গ্রামে...

৭৫ বছরের বৃদ্ধকে বিয়ের প্রলোভনে টাকা হাতিয়ে উধাও ৩৫ বছরের নারী, গ্রামে চাঞ্চল্য

 পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭৫ বছর বয়সী আবুল কাসেম মুন্সির অনশনকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, ৩৫ বছরের মাহিনুর নামের এক নারী তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর পালিয়ে গেছেন।

শনিবার (১৬ আগস্ট) বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে অনশনে বসেন পশ্চিম মিঠাখালী গ্রামের আবুল কাসেম মুন্সি। তিনি দাবি করেন, দুই মাস আগে পরিচয়ের পর বিয়েতে রাজি হয়ে মাহিনুর তার কাছ থেকে ৩৫-৪০ হাজার টাকা নেন। পরে ভুয়া ঠিকানা দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। অবশেষে তার প্রকৃত বাড়ি খুঁজে পেয়ে বৃদ্ধ একটিই দাবি জানান— হয় টাকা ফেরত দিতে হবে, নয়তো তাকে বিয়ে করতে হবে।

সরেজমিনে ঠুটাখালী গ্রামের মাহিনুরের বাড়িতে গিয়ে দেখা যায়, একটি ছোট কাঠের ঘরে তিনি বসবাস করতেন। বর্তমানে ঘরে তালা ঝুলছে। পাশে রান্নাঘরে ফাঁকা পাত্র আর বাইরে দড়িতে শুকোতে দেওয়া কাপড় ঝুলে আছে। ঘটনার পর থেকে ওই নারী পলাতক।

স্থানীয়দের অভিযোগ, মাহিনুর আগেও একাধিক পুরুষকে প্রতারণার ফাঁদে ফেলেছেন। গ্রামবাসী আলফু শেখ বলেন, “বিয়ের নামে টাকা না নিলে তো ওই বৃদ্ধ এখানে আসতেন না। এর আগেও সে অনেকের সঙ্গে প্রতারণা করেছে। এখন পুরো এলাকার সম্মানহানি ঘটেছে।”

আরেক বাসিন্দা রাসেদা বেগম জানান, “মাহিনুর আগে ৭-৮ জনকে বিয়ে করেছে। এক স্বামী থাকতেই আরেকজনকে বিয়ে করেছে। আমরা তার সঠিক বিচার চাই।”

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম বলেন, “ঘটনাটি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। ইতোমধ্যে ওসি সাহেবের সঙ্গে কথা হয়েছে, পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments