Wednesday, August 20, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকইরানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর: চারজনকে হত্যার দায়ে ফাঁসি

ইরানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর: চারজনকে হত্যার দায়ে ফাঁসি

ইরানের দক্ষিণাঞ্চলে চারজনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভোরে ফার্স প্রদেশের বেইরাম এলাকায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান।

মিজানের প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবরে এক নারীর বাড়িতে ডাকাতির সময় ওই ব্যক্তি ও তার স্ত্রী নির্মমভাবে বাড়ির মালিক নারী এবং তার তিন সন্তানকে হত্যা করেন। এই ঘটনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে এপ্রিল মাসে ইরানের সুপ্রিম কোর্টও রায় বহাল রাখে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মঙ্গলবার সকালে জনসমক্ষে ফাঁসি কার্যকর হলেও দণ্ডপ্রাপ্ত ব্যক্তির স্ত্রীর মৃত্যুদণ্ড কারাগারের ভেতরে কার্যকর করা হবে। তবে ঠিক কবে তার সাজা কার্যকর করা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে চীনের পরই ইরান দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে সাধারণত ভোরবেলায় প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হয়। হত্যা ও ধর্ষণসহ নানা গুরুতর অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এখনো বহাল রয়েছে।

এই ঘটনার পর আবারও আন্তর্জাতিক মহলে মৃত্যুদণ্ড নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকরা মনে করেন, প্রকাশ্যে ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে ভয় দেখানোর সংস্কৃতি টিকিয়ে রাখা হচ্ছে, যা মানবাধিকারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। তবে দেশটির আইন অনুযায়ী, এ ধরনের অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করা অপরিহার্য বলে দাবি করছে কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments