মুন্সীগঞ্জের মাওয়ায় ঢাকা থেকে প্রাইভেট কার ভাড়া নিয়ে ঘুরতে গিয়েছিলেন চার যাত্রী। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে চালক প্রাইভেট কারটি যাত্রীসহ রাস্তার পাশে রেখে টয়লেটে চলে গেলে, যাত্রীদের একজন গাড়িটি চালিয়ে ঢাকার দিকে ফিরছিলেন। গাড়িতে তখন আরও তিন যাত্রী বসেছিলেন।
হঠাৎ গাড়িটির দ্রুতগতির কারণে এবং চাকা পাংচার হয়ে যাওয়ায় গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন, এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
নিহতরা হলেন রাইসা আক্তার (২০), আরমান হোসেন (২৫) ও তানজিল (২৫)। আহত হয়েছেন প্রাইভেট কারের আরেক যাত্রী রবিন হোসেন, যিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা।
দুর্ঘটনা স্থানীয় সময় সকাল ৬টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় ঘটে। শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ ইনচার্জ আব্দুল কাদির জিলানী জানান, হতাহত ব্যক্তিরা প্রাইভেট কার ভাড়া নিয়ে ঢাকা থেকে মাওয়ায় ঘুরতে এসেছিলেন। পরে চালক টয়লেটে যাওয়ায় যাত্রীদের একজন গাড়ি চালাচ্ছিল। গাড়িটি চুরি করা হয়েছে কিনা, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না